পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ছুটি শুরুর আগের দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (০৭ মে) এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) যথাক্রমে নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে দুই শনিবার (১৭ ও ২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন ১৭ ও ২৪ মে সব অফিস খোলা থাকবে।
এতে আরও বলা হয়, জরুরি পরিসেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

 5 months ago
                        38
                        5 months ago
                        38
                    








 English (US)  ·
                        English (US)  ·