কোর্তোয়ার ‘দেয়াল’ ভেঙ্গে স্বস্তির জয় লিভারপুলের

1 day ago 1
কোর্তোয়ার ‘দেয়াল’ ভেঙ্গে স্বস্তির জয় লিভারপুলের

কোর্তোয়ার ‘দেয়াল’ ভেঙ্গে স্বস্তির জয় লিভারপুলের

খেলা

স্পোর্টস ডেস্ক 2025-11-05

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতটি যেন ছিল ‘লিভারপুলের আক্রমণ বনাম থিবো কোর্তোয়া’র লড়াই। রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক একাই দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন, ফিরিয়ে দিচ্ছিলেন লিভারপুলের একের পর এক আক্রমণ। তবে তার সেই অবিশ্বাস্য প্রতিরোধ শেষ পর্যন্ত ভাঙল ম্যাচের ৬১ মিনিটে। আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের একমাত্র গোলে ১-০ গোলের জয় এনে দেয় স্বাগতিকদের।

ম্যাচের শুরু থেকেই রিয়ালের ওপর আক্রমণের ঝড় তোলে লিভারপুল। কিন্তু প্রতিবারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কোর্তোয়া। ম্যাচের ৫০ মিনিট পার হওয়ার আগেই তিনি ছয়টি সেভ করেন, যার মধ্যে চারটিই ছিল প্রথমার্ধে। ডমিনিক সোবোসলাইয়ের একাধিক দূরপাল্লার শট তিনি অসাধারণ দক্ষতায় রুখে দেন।

ম্যাচের শেষদিকে ৮৬ মিনিটে কোর্তোয়া আরও একবার রিয়ালকে বাঁচান। কোডি গাকপোর খুব কাছ থেকে নেওয়া শট প্রথমে ঠেকানোর পর ফিরতি বলে সালাহর শট ডিফেন্ডার এদের মিলিতাও ক্লিয়ার করেন।

রিয়ালের এই প্রতিরোধ ভাঙে মূলত জুড বেলিংহামের এক ভুলে। ৬১ মিনিটে তিনি গ্রাভেনবার্চকে ফাউল করলে বক্সের ঠিক বাইরে ডান প্রান্তে ফ্রি-কিক পায় লিভারপুল। সোবোসলাইয়ের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক-অ্যালিস্টার। 


রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে সেভাবে সুযোগই তৈরি করতে পারেনি। যদিও ৬১ শতাংশ বল ছিল তাদের দখলে। এর মধ্যে ৮টি শট নিয়ে রিয়াল পোস্টে রাখতে পেরেছে মাত্র ২টি। লিভারপুল ১৭টি শট নিয়ে রাখতে পেরেছে ৯টি শট। মৌসুমে এই প্রথমবারের মতো ম্যাচে গোল করতে পারল না রিয়াল।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের টেবিলে পাঁচে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল। গোল ব্যবধানে ইংলিশ ক্লাবটির চেয়ে এগিয়ে আলোনসোর দল।

© Samakal
Read Entire Article