‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন আজ

1 day ago 2
‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন আজ

‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন আজ

বিনোদন

বিনোদন প্রতিবেদক 2025-11-05

নতুন নাট্যদল ‘হান্ট থিয়েটার’। মঞ্চে আসছে তাদের নতুন নাটক ‘ক্যাফে দ্য ভলতে’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় এর মঞ্চায়ন হবে। একই ভেন্যুতে আগামীকালও থাকছে এর প্রদর্শনী। 

নাটকটিতে অভিনয় করেছেন– মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদার। ম্যাক্স ডি রোজারিও। এক কামেল শেইফ। বাঙালি ক্রিশ্চিয়ান। তাঁর রেস্টুরেন্ট– ক্যাফে দ্য ভলতে। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স জিঞ্জিরা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ম্যাক্স বদলা চায় না; চায় না ইনসাফ কায়েম করতে। তাহলে কেন নিরস্ত্র দিনক্ষণে এই সশস্ত্র ক্যু? সেসব উত্তর কে বা জানে! শুধু এইটা জানা আছে যে, ম্যাক্সের হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। এগিয়ে যায় কাহিনি।

নাটকটির মূল ভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়ানা ম্যারেলিন। চিত্রনাট্য আবিদ হাসান ও সংলাপ যোজনা তানভীর চৌধুরী। আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীত ভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জেরোম মধু ও রূপসজ্জায় যোহানা সূচনা দাস। নিদের্শক বলেন, ‘অনেক মহড়া শেষে মঞ্চে আসছে নাটকটি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে’।   
 

© Samakal
Read Entire Article