খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

11 hours ago 9

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ নেতৃবৃন্দ। 

বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিল পূর্ব সমাবেশে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে এক সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানী সম্প্রদায় ইসলাম ও মুসলমানের ছদ্মবেশে এ দেশে সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করছে। মুসলিম পরিচয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে সাধারণ মানুষ তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক হবে। কিন্তু সরকার এ ব্যাপারে গড়িমসি করছে। দীর্ঘদিন যাবৎ ওলামায়ে কেরাম এই দাবিতে আন্দোলন করার পরও ইহুদি খ্রিস্টানদের ইশারায় সরকার দাবি মানছে না। এবার দাবি না মানলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং দাবি মানতে বাধ্য করা হবে। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা রশিদ আহমদ মেরাজনগর, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা ওবাইদুল্লাহ কাসেমী, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা আবুল কাশেম আশরাফি, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা এনামুল হক মুসা, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি শফিক সাদী, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা আহমদ আলী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি আবুল হাসান ও মাওলানা আব্দুল গাফফার প্রমুখ। 

সমাবেশে ওলামায়ে কেরাম ইমানি এই দাবি আদায়ে দেশের সব আলেম-ওলামা, তৌহিদি জনতা, ছাত্র-শিক্ষকসহ প্রতিটি ইমানদার মুসলমানকে উক্ত মহাসম্মেলনে উপস্থিত হয়ে এ ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করার আহ্বান জানান।

Read Entire Article