দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা দিল লঙ্কান ক্রিকেট বোর্ড

1 hour ago 3

রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান–শ্রীলঙ্কা সিরিজ, কিন্তু মাঠের লড়াইয়ের বাইরেও তীব্র টানাপোড়েন। দলের একাংশ নিরাপত্তা উদ্বেগে সফর মাঝপথে ছেড়ে যেতে চাওয়ার পর এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জারি করেছে কড়া নির্দেশনা—“সফর চলবে, সবাই থাকতে হবে!”

বুধবার এক বিস্তারিত বিবৃতিতে এসএলসি জানায়, দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশে ফিরতে চেয়েছেন। বিষয়টি জানার পর বোর্ড তৎক্ষণাৎ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সহযোগিতায় তাদের উদ্বেগ দূর করার আশ্বাস দিয়েছে।

এসএলসি বিবৃতিতে বলে,“দলের ব্যবস্থাপনা আজ সকালে জানায়, পাকিস্তান সফরে থাকা কয়েকজন খেলোয়াড় নিরাপত্তার কারণে দেশে ফিরতে চায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং খেলোয়াড়দের আশ্বস্ত করেছি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বোর্ডের পরবর্তী নির্দেশ আরও স্পষ্ট—“শ্রীলঙ্কা ক্রিকেটের নির্দেশ অনুযায়ী, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দল ব্যবস্থাপনা সবাইকে সফরসূচি অনুযায়ী পাকিস্তানে অবস্থান করতে হবে।”

তবে কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরলে বোর্ড তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চালাবে, এবং সেই খেলোয়াড়দের পরিবর্তে নতুন সদস্য পাঠিয়ে সিরিজ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

“যদি কোনো খেলোয়াড় বা স্টাফ এই নির্দেশ অমান্য করে দেশে ফেরে, এসএলসি সঙ্গে সঙ্গে বিকল্প পাঠাবে যাতে সিরিজ ব্যাহত না হয়। পরে বোর্ড আনুষ্ঠানিক পর্যালোচনা করে তাদের আচরণ মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে,”—যোগ করা হয় বিবৃতিতে।

এর আগে মঙ্গলবার দলীয় ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছিলেন, দলের কিছু খেলোয়াড় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অস্বস্তি বোধ করছেন। বিশেষ করে ইসলামাবাদে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের পর সেই ভয় আরও বেড়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইতোমধ্যে শ্রীলঙ্কা দলের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং “ফুলপ্রুফ নিরাপত্তা”র আশ্বাস দিয়েছেন।

২০০৯ সালের লাহোর হামলার পর পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সফর সবসময়ই থাকে বাড়তি নজরদারিতে। আর তাই, এই সফর ঘিরে নতুন করে এমন অনিশ্চয়তা পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রচেষ্টায় বড় ধাক্কা হতে পারে।

Read Entire Article