বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে ছিলেন প্রকৌশলীদের সংগঠন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) এর নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে খালেদা জিয়া বাসায় পৌঁছানো পর্যন্ত তারা নির্দেশনা মেনে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় অবস্থান নেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর মঙ্গলবার সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে প্রত্যাবর্তন করেন খালেদা জিয়া। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাসভবন গুলশানের ফিরোজা পর্যন্ত হাজার নেতাকর্মী অপেক্ষায় ছিলেন। বিমানবন্দরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ অনেকেই।
বনানী কাঁচাবাজার এলাকায় এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মো. মোস্তাফা-ই জানান সেলিম, প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মাহবুব আলমসহ শতাধিক প্রকৌশলী।
প্রকৌশলীরাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষায় ছিলেন এবং স্লোগান দেন।
এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে সকাল থেকেই জড়ো হন দলের শত শত নেতাকর্মী। দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে বলেন, ‘দেশনেত্রী ফিরছেন—এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।’

 5 months ago
                        44
                        5 months ago
                        44
                    








 English (US)  ·
                        English (US)  ·