খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখানে দোয়া মাহফিল

7 hours ago 10

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার বড়বাগ এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন বক্তব্য রাখেন। তারা খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।

তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশের মানুষের অনুপ্রেরণার প্রতীক। তার সুস্থতা আজ দেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের কামনা।

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

Read Entire Article