গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন : মঈন খান

5 months ago 27

বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (১৭ মে) বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় মঈন খান বলেন, গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি বিশ্বাস করে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার দাবি করলেও, তারাই এ দেশে গণতন্ত্র ধ্বংস করেছে।’

 গণতন্ত্র রক্ষার বিষয়ে তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে।

Read Entire Article