‘গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়’
                    
            
            গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর কোনো আগ্রহ নেই তাদের। 
মঙ্গলবার (০৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য এ জানানো হয়েছে। 
হামাসের শীর্ষস্থানীয়  নেতা বাসেম নাইম বলেন, চলমান ক্ষুধা আর গণহত্যায় নাকাল গাজা উপত্যাকা। এমন পরিস্থিতিতে কোনো যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহ নেই তাদের।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, গাজায় যখন ইসরায়েল ক্ষুধা, পিপাসা ও হত্যার অপরাধ চালিয়ে যাচ্ছে, তখন যুদ্ধবিরতির আলোচনায় বসা বা নতুন কোনো প্রস্তাব বিবেচনা করা অর্থহীন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা নেতানিয়াহুর সরকারকে এই মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে চাপ প্রয়োগ করে।
হামাসের এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা গাজার অধিকাংশ বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে দিয়ে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে। সোমবার তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েল একটি নতুন, আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এই অভিযানের লক্ষ্য হবে হামাসকে পরাজিত করা। তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করেননি যে গাজার কতটুকু এলাকা ইসরায়েলি বাহিনী দখলে নেবে।
সোমবার এক হিব্রু ভাষার ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে।
গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৫২,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। এ ছাড়া এ হামলায় প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।                    
                    
        
        
 5 months ago
                        39
                        5 months ago
                        39
                    








 English (US)  ·
                        English (US)  ·