গাজার অধিকাংশ মানুষ ট্রমায়
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-11-05ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ একটি স্কুলে বিয়ের অনুষ্ঠানে হামলা হয়েছে। বাসিন্দরা এখনও নিশ্চিন্তে জীবনযাপন করতে পারছেন না। গত দুই বছরের যুদ্ধে গাজার সব বাসিন্দা এখন ট্রমায় আক্রান্ত। নারী-শিশুরা মাঝে মাঝেই নিজের অজান্তে আঁতকে ওঠে। বাসিন্দাদের হৃদয়ে শত আঘাতের আগ্নেয়গিরি। হাসপাতালে হাজারও রোগীর ভিড়। আহতদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও মানসিক আঘাতে বিপর্যস্ত। ১০ হাজার মৃতদেহ ধ্বংসস্তূপের মধ্যে আটকা রয়েছে। স্বজনদের দাফন করে মানসিক প্রশান্তি পাওয়ার উপায়ও নেই।
মঙ্গলবার গাজা সিটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক দলের প্রধান আবদুল্লাহ আল-জামাল বলেন, গাজার বাসিন্দারা মানসিক আঘাত বয়ে বেড়াচ্ছেন। টানা দুই বছরের তীব্র বোমাবর্ষণ গাজার ২৩ লাখ বাসিন্দার সবাইকে প্রভাবিত করেছে। মানসিক স্বাস্থ্যসেবা জরুরি হয়ে পড়েছে। কিন্তু চিকিৎসাসেবা বলতে এখানে কিছু নেই।
আলজাজিরা জানায়, যুদ্ধবিরতির মধ্যেও হামলা-গ্রেপ্তার এখনও নিত্যদিনের সঙ্গী গাজাবাসীর। ইসরায়েলি বাহিনী গতকালও উত্তর গাজার জাবালিয়ায় একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। জেরিকো ও রামাল্লার কাছে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিয়েছে। বুলডোজার দিয়ে খামারের গাছও উপড়ে ফেলা হচ্ছে।
গাজা শহরের পূর্ব তুফাহ পাড়ায় ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। উপকূল থেকে ইসরায়েলি বাহিনী পাঁচ জেলেকে গ্রেপ্তার করেছে। গাজার আকাশে ড্রোন উড়ছে। খান ইউনিসে তীব্র গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ভোর থেকে ড্রোন ও জেট বিমানের শব্দ পাচ্ছে গাজাবাসী। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় বিমান অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। জাবালিয়ায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরের কারাগারে অন্তত ৩৬০ শিশুকে আটকে রাখা হয়েছে। উত্তর গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি স্কুলকে লক্ষ্য করে হামলা হয়েছে। স্কুলটিতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে। এখানে গতকাল একটি বিয়ের অনুষ্ঠান ছিল। হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছে। গত দুই বছরে ইসরায়েলি হামলায় অন্তত ৬৮ হাজার ৮৫৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থাটির আশ্রয়কেন্দ্রে ৭৫ হাজার মানুষ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ছাড়াই জীবন কাটাচ্ছে।
মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন কমপক্ষে দুই বছরের জন্য গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠার জন্য পরিষদের বেশ কয়েকজন সদস্যের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, খসড়া নথিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনার ভিত্তি হবে, যার লক্ষ্য আগামী সপ্তাহগুলোতে এটি প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া এবং জানুয়ারির মধ্যে গাজায় প্রথম সেনা মোতায়েনের লক্ষ্য রয়েছে।
মুক্ত বন্দিদের সঙ্গে পুনর্মিলনে হৃদয়বিদারক দৃশ্য
ইসরায়েল কিছু বন্দিকে অপ্রত্যাশিতভাবে মুক্তি দিয়েছে। তাদের চিকিৎসার জন্য গতকাল আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল পরিবারের সঙ্গে পুনর্মিলনের সময় হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। মিডলইস্ট আই জানায়, স্বজনের মরদেহ পাওয়ার আশায় শত শত পরিবার হাসপাতালে ঘুরছে। এক মা জানান, ‘আমি ছেলেকে জড়িয়ে ধরার স্বপ্ন দেখেছিলাম। এখন তাকেই কবর দিতে হবে।’

1 day ago
2









English (US) ·