ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

6 days ago 29
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শনিবার (২৫ অক্টোবর) জানান, আজ সকাল ৮টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের ৬০টি জেলার আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় আছে। আর ৪টি জেলার আকাশে খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে।  তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি জেলার সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার উপরে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোস্তফা কামাল পলাশ জানান, শনিবার দিবাগত রাতে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, ও গাইবান্ধা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলো উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। 
Read Entire Article