চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

2 days ago 1
চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সারাদেশ

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি 2025-11-05

কক্সবাজার জেলার চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং মাাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বেপরোয়া গতিতে চালানো মারসা বাসটি ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প এলাকায়  কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি মাাইক্রোবাসকে  চাপা দেয়। এসময় মাাইক্রোবাসে থাকা ৪ নারী ও ১ শিশু মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। হাইওয়ে থানা পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।

© Samakal
Read Entire Article