চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকামুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের শেখনগর এলাকার মহাজন পাড়ায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকামুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রামমুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হাওয়া বগির উদ্ধার কাজ চলছে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক কালবেলাকে বলেন, মালবাহী ট্রেনটি ভোর ৪টার দিকে লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রামমুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে।

4 hours ago
6








English (US) ·