চট্টগ্রামে মুশফিক-রিয়াদের অভাব অনুভব করলেন রুবেল

1 day ago 10

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের হার মানতে পারছেন না সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। রুবেলের মতে, মিডল অর্ডারে অভিজ্ঞ দুই ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটাই আজ সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

রুবেল তার স্ট্যাটাসে লিখেছেন, “একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ রিয়াদ—আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি, বিশেষ করে মিডল অর্ডারে। এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগাংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না, এটা সত্যিই কষ্টদায়ক।”

তিনি আরও যোগ করেন, “চিটাগাংয়ের উইকেট সবসময় ব্যাটসম্যানদের সহায়ক থাকে, কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি। প্রশ্নটা থেকেই যায়—ভুলটা আসলে কোথায় হচ্ছে? কেন বারবার এমন অবস্থানে গিয়েও আমরা ম্যাচ হারাচ্ছি?”

বাংলাদেশ আজ ক্যারিবীয়দের দেওয়া সল্প টার্গেটের ম্যাচে জয়ের পথে থেকেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায়, যা নিয়ে সমর্থকদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের মধ্যেও হতাশা ছড়িয়েছে। রুবেলের এই মন্তব্য সেই হতাশারই প্রতিফলন।

Read Entire Article