চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

1 day ago 13

মার্কিন কংগ্রেসে প্রায় চার দশক ধরে দায়িত্ব পালন শেষে অবসর ঘোষণা করেছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেত্রী জানান, তিনি বর্তমান মেয়াদ পূর্ণ করবেন। তবে ২০২৬ সালে পুনর্নির্বাচনে অংশ নেবেন না।

পেলোসি প্রথমবার নির্বাচিত হন ১৯৮৭ সালে। তিনি দু’দফা প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০০৭-১১ এবং পরে ২০১৯-২৩ সাল পর্যন্ত। তার নেতৃত্বে কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিশংসন প্রক্রিয়া পরিচালিত হয়েছিল।

মার্কিন গণমাধ্যমের ভাষায়, পেলোসি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণয়ন নীতিনির্ধারণে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

ডেমোক্র্যাট দল প্রজন্ম পরিবর্তনের জোয়ারে আছে। তরুণ নেতারা দলে জায়গা করে নিচ্ছেন। যেমন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি ইতিহাস গড়েছেন। 

সূত্র : শাফাক নিউজ

Read Entire Article