চীনের সেই বিমানবাহী রণতরী প্রস্তুত, ঘুরিয়ে দিতে পারবে কি যুদ্ধের মোড়?

8 hours ago 10

চীনের সর্বশেষ বিমানবাহী রণতরী আনুষ্ঠানিকভাবে সমুদ্রে মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে এটি দেশ রক্ষার কাজে যোগ দিল। ব্যাপক হারে পরীক্ষা-নিরীক্ষার পর রণতরীটি অদম্য বিবেচিত হওয়ায় শি জিনপিং মোতায়েনের ব্যাপারে সম্মতি দেন। চীনাদের অনেকের ধারণা, ভবিষ্যৎ যুদ্ধে রণতরীটি সমীহ করতে বাধ্য হবে পরাশক্তি।

শুক্রবার (৭ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রণতরীটি বিশ্বের বৃহত্তম নৌবাহিনীকে বেইজিংয়ের প্রভাবের ক্ষেত্রকে তার নিজস্ব জলসীমার বাইরে আরও বিস্তৃত করতে সহায়তা করবে।

শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাষ্ট্রপতি শি জিনপিং বুধবার দক্ষিণ হাইনান প্রদেশের সানিয়া শহর পরিদর্শন সফরের জন্য তাইওয়ানমুখী চীনা প্রদেশের নামানুসারে ফুজিয়ান ক্যারিয়ারে আরোহণ করেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অনুসারে, চীনের নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী নির্মাণ ইউনিটের দুই হাজারেরও বেশি প্রতিনিধি কমিশনিং এবং পতাকা উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী। তবে এটির প্রথম স্বদেশীভাবে নকশা করা এবং নির্মিত মডেল।

জাহাজটি চীনের প্রথম দুটি রাশিয়ান-পরিকল্পিত রণতরী লিয়াওনিং ও শানডংয়ের তুলনায় অনেক বেশি কার্যকর এবং নৌ অস্ত্রে সজ্জিত বলে মনে হচ্ছে।

একটি সমতল ফ্লাইট ডেক এবং উড্ডয়নের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্টসহ ফুজিয়ান উল্লেখযোগ্যভাবে আরও বেশি এবং ভারী-সশস্ত্র জেট ফাইটার বহন করতে সক্ষম হবে। শুধু সর্বশেষ মার্কিন নৌবাহিনীর ফোর্ড-ক্লাস ক্যারিয়ারে এ সুবিধা রয়েছে। অন্য কারও বিমানবাহী রণতরীর এ ধরনের সক্ষমতা নেই।

ফুজিয়ানের সমুদ্র পরীক্ষার সময় চীনা নৌবাহিনী তাদের নতুন ক্যারিয়ার সংস্করণ জে-৩৫ স্টিলথ ফাইটার এবং একটি প্রাথমিক-সতর্কীকরণ বিমান কেজে-৬০০, পাশাপাশি তাদের প্রতিষ্ঠিত জে-১৫ ফাইটার জেট ব্যবহার করে।

রণতরীটির নামকরণ করা হয়েছে তাইওয়ানের বিপরীত উপকূলে অবস্থিত চীনা প্রদেশ ‘ফুজিয়ান’-এর নামে। বিষয়টি অনেকটা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়াদের জন্য সতর্কবার্তা। 

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের পরিচালক গ্রেগ পোলিং বলেন, চীনকে একটি মহান শক্তি হিসেবে দেখার জন্য নৌবাহিনী ছাড়াও বিমানবাহী জাহাজগুলো চীনের মূল চাবিকাঠি। ভবিষ্যতে চীন আরও অবাক করা অস্ত্র সামনে আনতে পারে। 

Read Entire Article