চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন
খেলা
স্পোর্টস ডেস্ক 2025-11-05চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে লুইস এনরিকের দলকে ২-১ গোলে হারায় জার্মান জায়ান্টরা। লুইস দিয়াজ জোড়া গোল করে দলের জয়ের নায়ক বনে গেলেও, প্রথমার্ধেই লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। ১০ জন নিয়ে খেলেও এই জয়ে বায়ার্ন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬তম জয় তুলে নিল। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বায়ার্ন মিউনিখ।
ম্যাচের শুরুতেই পিএসজিকে স্তব্ধ করে দেয় বায়ার্ন। মাত্র চার মিনিটের মাথায় মাইকেল ওলিসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ২১ মিনিটে দেম্বেলে গোল করে সমতা ফেরালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।
৩১ মিনিটে পিএসজির রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করে বায়ার্নের লিড দ্বিগুণ করেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াজ। প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমিকে ট্যাকল করায় লাল কার্ড দেখেন দিয়াজ। এতে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধা নিয়ে পিএসজি আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে। ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে ২৫টি শট নেয় তারা। কিন্তু ৭৪ মিনিটে হোয়াও নেভেসের লক্ষ্যভেদ ছাড়া আর কোনো গোল পায়নি পিএসজি। পর্তুগিজ এই মিডফিল্ডার বাইসাইকেল কিকে গোলটি করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের। এই হারে পিএসজি গ্রুপের তৃতীয় স্থানে নেমে গেল।
© Samakal
2 days ago
1









English (US) ·