বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে সিলেট থেকে ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’ (বিএসপি) নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া) ও জেলার সভাপতি হারুন রাজা চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএসপির সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’ শুধু আরেকটি নতুন দল নয়; বরং এটি একটি আধুনিক, সময়োপযোগী ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের রাজনীতি পুরোনো ও জরাজীর্ণ কাঠামোর বেড়াজালে আবদ্ধ। প্রচলিত দলগুলোর ব্যর্থতার কারণে দেশ আজ রাজনৈতিক দিকনির্দেশনা, নীতি ও আদর্শহীনতায় ভুগছে।
তিনি বলেন, ‘মানুষ অনেক সময় তার স্বপ্নের চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন সীমিত হলেও দৃষ্টিভঙ্গি উন্নত, লক্ষ্য সুদূরপ্রসারী। আমরা চাই বাংলাদেশ হোক পৃথিবীর বুকে অনন্য এক রাষ্ট্র।’
সংবাদ সম্মেলনে মসুদ মিয়া বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশের বর্তমান চিত্র অত্যন্ত নৈরাজ্যপূর্ণ। একদিকে অর্থনৈতিক বৈষম্য, অন্যদিকে আদর্শিক বিভাজন জাতিকে দুর্বল করে তুলছে। এ অবস্থায় জাতীয় ঐক্য এবং সুশাসনের বিকল্প নেই।গণতন্ত্রের চর্চা হাজার বছরের পুরোনো হলেও আজও তা অনেক ক্ষেত্রে অপূর্ণ থেকে গেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন রাজনৈতিক চিন্তার দল গঠনের প্রয়োজন ছিল বলেই বাংলাদেশ স্বরাজ পার্টির আত্মপ্রকাশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বরাজ পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চদ্ৰ ধর, সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।
আহমেদ জামিল/এসআর/এএসএম

 5 months ago
                        40
                        5 months ago
                        40
                    








 English (US)  ·
                        English (US)  ·