জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই : সেলিমুজ্জামান 

4 hours ago 7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সবার সুখে-দুঃখের সাথি হিসেবে কাজ করব। উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম। 

এ সময় তিনি বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনা, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্কুল-কলেজ ও মাদ্রাসায় উন্নত অবকাঠামো নির্মাণসহ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মানোন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক গোপালগঞ্জ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব, এলাকার সব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সেলিমুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক, সিনেট সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন। 

বর্তমানে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। ১৯৯৮ সাল থেকে শুরু করে প্রায় ২৫ বছর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সেলিমুজ্জামান। এর আগে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি।

Read Entire Article