জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান অণিমা রায়

5 months ago 17

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়। তিনি বিভাগটির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী কলা অনুষদের ডিনকে সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে পরবর্তী তিন বছরের জন্য ড. অণিমা রায়কে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্য সুবিধাদি পাবেন। এ আদেশ আগামীকাল ২৯ মে থেকে কার্যকর হবে।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে ড. অণিমা রায় বলেন, আমি এই গুরুদায়িত্ব গভীর শ্রদ্ধা ও আন্তরিকতা নিয়ে গ্রহণ করছি। সংগীত বিভাগ নিয়ে আমার অনেক স্বপ্ন আছে—একাডেমিক ও সাংস্কৃতিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। বিভাগকে সামনে এগিয়ে নিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। আমি চেষ্টা করবো আমার দায়িত্ব পালনে যেন কোনো অনিয়ম বা ত্রুটি না থাকে। সবার সহযোগিতায় একটি গঠনমূলক পরিবেশ গড়ে তুলতে চাই।

এএএইচ/এমকেআর/এমএস

Read Entire Article