উতলা মন
নীল আকাশ
লাল প্রজাতি
মেঘ উড়ে ঘোরে
পৃথিবীজুড়ে।
তোমায় নিয়ে স্বপ্ন
মেঘে ভাসবো
সাগরে হাঁটবো।
সপ্তম আকাশে যাবো একদিন
রোদ হাসবে মিটিমিটি
বাতাসে মন যাবে দূরে।
ভালোবাসার দাফন
নিষ্পাপ হৃদয়ে পেরেক ঠুকে
নিশ্চয়ই অমৃতের স্বাদ পাওনি
হাসিঠাট্টা কত স্মৃতি পথের পানে।
আবেগ আর বিবেকের লড়াইয়ে
অশ্রুসিক্ত মন
নিজের অজান্তে ক্লান্ত
বোঝাবার কোনো শব্দ নেই
ভাবছো অন্যের মনে কুড়াল ঠুকে
নিজ জগতে সুখী হবে।
আমি বেহায়া
বিশে ধরেছে সততায়
কালসাপ ঠুকলেই বা-কি!
নিশ্চিত মরনের সুরা
পান করেছি সেই কবে
মৃত্যুকে তাই আলিঙ্গন করি বারংবার।
তিন ইঞ্চি পেট
ক্ষুধা এত বেশি পৃথিবী চাবাই
নির্লজ্জ বেহায়া নিত্যসঙ্গী আজ
হরহামেশা দিবালোকে ঘুরে
মানুষ যা-ই বলে লজ্জায়
যায় না কান কাটা।
এমআরএম/এএসএম

5 months ago
39









English (US) ·