গুঞ্জনটা শেষমেশ সত্যি রূপ নিল। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। তবে পূর্ণকালীন নয়—শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্যই তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনেকদিন ধরেই জাতীয় দলে বিশেষায়িত ব্যাটিং কোচের পদটি শূন্য ছিল। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলালেও সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় বিষয়টি ফের আলোচনায় আসে। বিদেশি ব্যাটিং বিশেষজ্ঞদের সঙ্গেও বিসিবির আলোচনা চলছিল বলে জানা যায়, তবে শেষ পর্যন্ত তাৎক্ষণিক সমাধান হিসেবে সুযোগ পেলেন সাবেক অধিনায়ক আশরাফুল।
রোববার (৩ নভেম্বর) বোর্ড সভা শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়—আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ব্যাটসম্যান আশরাফুল।
বিস্তারিত আসছে…

                        14 hours ago
                        10
                    








                        English (US)  ·