জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

5 months ago 13

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এই সরকারের আমলেই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জয়পুরহাট শহরের আরামনগরে আব্বাস আলী খান মিলনায়তনে জেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি ও দায়িত্বশীলদের নিয়ে সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ শাসনামলে প্রায় ২৬ লক্ষ কোটি টাকা পাচার করা হয় জানিয়ে সেই টাকা ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানান মাওলানা রফিকুল ইসলাম খান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‌‘আপনারা ক্ষমতায় আসেননি, আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। তাই আপনাদের উচিত হবে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।’

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।

আল মামুন/এসআর/জেআইএম

Read Entire Article