জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

2 hours ago 6

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতারোধে এবং দুষ্কৃতকারীদের ধরতে জামালপুর শহরের একাধিক প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।

বুধবার (১২ নভেম্বর) রাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশ এবং গোয়েন্দা পুলিশকে যৌথ মহড়া দিতে দেখা গেছে।

যৌথ বাহিনীর মহড়া শহরের কম্পপুর হয়ে বিজয় চত্বর, পাঁচ রাস্তা, গেইটপাড়, বাইপাসসহ শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। শহরের বিজয় চত্বরে যৌথ বাহিনীর সদস্যদের বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে। শহরের বিজয় চত্বর, কম্পপুর, টাঙ্গাইল রোডের বাইপাসসহ একাধিক পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে শহরে কোথাও কিংবা উপজেলার যে কোনো স্থানে নাশকতা এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে পুলিশ কাজ করছে। শান্তিপ্রিয় জামালপুরবাসী যেন শান্তিতে থাকতে পারে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Read Entire Article