বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনার।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এসময় বিএনপি-স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন মতাদর্শের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।
এসময় বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন ও বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ ফুল দিয়ে তাদের বরণ করেন।

জামায়াতে যোগদান বিষয়ে সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বলেন, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হই। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ্জ্ব নূরুল ইসলাম মণির আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে একাধিকবার আবেদন করেও দলে ফিরতে পারিনি।
তিনি আরও বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর দীর্ঘ সময় নির্দলীয় অবস্থান থেকে এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনার বলেন, বিএনপি করতে গিয়ে নির্যাতন, মামলা ও কারাভোগ করেছি। কিন্তু দলের অভ্যন্তরে অনিয়ম ও বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। তাই জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

জনসভায় বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, দেশের মানুষ সব দলকে দেখেছে, তাই এখন জামায়াতের জোয়ার বইছে। ইনশাআল্লাহ, এ বছর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, সাধারণ মানুষের দুঃখে পাশে থাকি। কোনো চাঁদাবাজি, দখলদারি বা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই। ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করব।
জনসভায় বামনা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান, গাজীপুর জেলা জামায়াতের নেতা মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বামনা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর সভা পরিচালনা করেন।
নুরুল আহাদ অনিক/এমএন/জেআইএম

7 hours ago
3









English (US) ·