জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

9 hours ago 7

কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র সামনে এসেছে এবার। জেলের ভেতর বন্দিরা মদ খেয়ে পার্টি করছে, নাচছে, এমনকি ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দিয়েছে। আর এমন ঘটনায় এখন দেশজুড়ে আলোচনা।

ভিডিওগুলোতে দেখা গেছে, প্লাস্টিকের গ্লাসে মদ, কাটা ফল আর ভাজা চিনাবাদাম সাজিয়ে বন্দিরা পার্টি করছে। আরেকটি ভিডিওতে কয়েকজন বন্দি সুরের তালে নাচছেন, টেবিলে রাখা আছে ৪টি মদের বোতল।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) আইএসআইএস-এর এক সদস্য ও এক সিরিয়াল খুনির মোবাইল ফোনে কথা বলা ও টিভি দেখার দৃশ্য ভাইরাল হয়েছিল। তার পরদিনই রোববার ভারতের বেঙ্গালুরুর নতুন এই পার্টির ভিডিওগুলো প্রকাশ পায়।

প্রথম ভিডিওতে দেখা গিয়েছিল, আইএসআইএস রিক্রুটার জুহাইব হামিদ শাকিল মান্না জেলের ভেতর ফোনে কথা বলছেন আর চা খাচ্ছেন। আরেক ভিডিওতে দেখা যায়, সিরিয়াল খুনি ও ধর্ষক উমেশ রেড্ডি দুটো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, এমনকি তার কাছে একটি বাটন ফোনও আছে। যদিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ২০২২ সালে সেই সাজা কমিয়ে ৩০ বছরের কারাদণ্ড করা হয়।

এছাড়া তরুণ রাজু নামের এক কয়েদির ভিডিওতেও দেখা গেছে, তিনি জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলছেন ও রান্না করছেন। তিনি সোনা চোরাচালান মামলায় গ্রেপ্তার হন, জেনেভায় পালানোর সময় তাকে ধরা হয়।

জেলের এমন পরিস্থিতি প্রকাশ পাওয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কারা বিভাগও ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, এতে জড়িত কারা কর্মকর্তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সূত্র : এনডিটিভি

Read Entire Article