ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ২০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের ১২ জন নারী ও ৩ জন শিশু।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, মাগুরার শালিখা থানার চতিয়া গ্রামের বিধান মণ্ডলের ছেলে বিপ্র মণ্ডল (৩২), একই গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাব্বি তালুকদার (২৪) ও পিরোজপুরের কাউখালি থানার জব্দকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ পাইকের ছেলে চিত্ত রঞ্জন পাইক (৬৪)।
বিজিবি জানিয়েছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর, বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, তিনজন শিশু ও প্রাপ্ত বয়স্ক পুরুষ পাঁচজন। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের পরিচয় গোপন রাখা হয়েছে। তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক পুরুষ বাংলাদেশি নাগরিকদের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।
শাহজাহান নবীন/আরএইচ/এমএস

5 months ago
13









English (US) ·