ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের বিষয়ে বক্তব্য দিয়েছে দলটি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান কালবেলাকে বলেন, এই সারগুলো সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে বিতরণ করতে রাত হয়ে গিয়েছিল। যার মধ্যে চারজন কৃষকের মালামাল অফিসে রাখা হয়েছিল। শনিবার (০১ নভেম্বর) সেগুলো বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে এ ধরনের সার উদ্ধারের কথা মিডিয়ায় প্রচার করেছে।
তিনি আরও বলেন, বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কৃষি কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে আট প্যাকেট সরিষার বীজ, চার বস্তা ডিএপি, চার বস্তা পটাশ, এক বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর বীজসহ বিভিন্ন কৃষিপণ্য জব্দ করেন।
প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল ইসলাম জোয়ারদার জানান, কার্যালয়ের ভেতরে সরকারি কৃষি উপকরণ দেখে এলাকাবাসী ভিড় করে। খবর পেয়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবীব ও সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করেন।
আরও পড়ুন : প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে : ইসি আনোয়ারুল
উপস্থিত জনতার অভিযোগ, সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত এসব পণ্য জামায়াত নেতারা নিজেদের কার্যালয়ে মজুত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতারা।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব কালবেলাকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

3 hours ago
6









English (US) ·