টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ
                    
            
            ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে দারুণ সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি পরীক্ষা। চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।সাগরিকায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
উইকেটে হালকা ঘাস থাকলেও সূর্যের তেজে সেটি ধীরে ধীরে শুকিয়ে ব্যাটসম্যানদের উপযোগী হয়ে উঠছে। সেই সুযোগটাই নিতে চাইছেন স্বাগতিকরা। ওপেনিংয়ে থাকছেন ব্র্যান্ডন কিং ও আলিক আতানাজে, তিন নম্বরে অধিনায়ক হোপ নিজে। এরপর পাওয়ারহিটার শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ ও রোভম্যান পাওয়েল—যাদের ব্যাটে ভর করে ক্যারিবীয়রা বড় রান তুলতে চায়। নিচে আছেন অভিজ্ঞ জেসন হোল্ডার ও অলরাউন্ডার রোমারিও শেফার্ড। স্পিন আক্রমণে আকিল হোসেইন ও খারি পিয়েরে, পেস নেতৃত্বে জেডেন সিলস।
বাংলাদেশ দলে এসেছে কিছু পরিবর্তন ও নতুন ভারসাম্য। অধিনায়কত্বের দায়িত্বে ফিরেছেন লিটন দাস, যিনি উইকেটরক্ষক হিসেবেও দলকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিম। এরপর সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও নুরুল হাসান গড়ে তুলবেন মিডল অর্ডারের মেরুদণ্ড। নিচে রয়েছেন শামীম হোসেন ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান, সঙ্গে স্পিনে নাসুম আহমেদ।
হোম কন্ডিশনে বাংলাদেশের তরুণদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ নিজেদের প্রমাণের। অভিজ্ঞ ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে হলে শুরু থেকেই নিখুঁত পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বোলিং দরকার হবে লিটনদের।
আজকের ম্যাচ কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ও নতুন করে গড়ে ওঠার এক বাস্তব পরীক্ষা।
দুই দলের একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ:
ব্র্যান্ডন কিং, আলিক আতানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডেন সিলস।
বাংলাদেশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।                    
                    
        
        
 4 days ago
                        14
                        4 days ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·