টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

5 months ago 63

২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসিসহ সংশ্লিষ্ট ১৯৩ জনের নামে টাঙ্গাইল আদালতে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ মে) জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর আমলি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী কামরুল হাসান।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান বলেন, আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। পরে আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইলো না।

এরআগে সোমবার (১৯ মে) আদালতে মামলাটি করা হয়। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় বিতর্ক দেখা দেয়। পরে অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদী কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন।

আরও পড়ুন:

বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোটচুরির নির্বাচন আখ্যায়িত করে করা মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এরইমধ্যে মঙ্গলবার (২০ মে) পাঁচ সাংবাদিককে মামলা থেকে প্রত্যাহারে বাদী অনাপত্তিপত্র দেন। সবশেষ বুধবার বাদী মামলাটি প্রত্যাহার করে নেন। বাদী কামরুল হাসান মামলাটি চালাবেন না বলে প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান আইনজীবী আবু রায়হান।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

Read Entire Article