ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিক মনিরুজ্জামানের
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাংবাদিক মনিরুজ্জামান মনি। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মনিরুজ্জামান মনি (৬০) সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যমুনা প্রবাহেরর সাবেক সাহিত্য সম্পাদক।
মনিরুজ্জামান বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পদেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার ছোট ভাই।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি মো. দুলাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার জন্য শহীদ এম মনসুর আলী স্টেশনে অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান মনি। ট্রেন আসতে দেরি হওয়ায় স্টেশন ছেড়ে রেলসড়কে বসেছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

4 days ago
13









English (US) ·