ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা আকিজ রিসোর্সের

2 weeks ago 9

বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স লিমিটেড। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আকিজ হাউসে আয়োজিত ‘আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী’ শীর্ষক এক প্রেস মিটে প্রতিষ্ঠানটি এ পরিকল্পনার ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ হবে দেশের প্রথম শরিয়াহসম্মত, সম্পূর্ণ সুদমুক্ত ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। ব্যাংকটির লক্ষ্য একটি নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, যেখানে গ্রাহকরা সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সুবিধা পাবেন।

আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আমরা বিশ্বাস করি, ব্যাংকিং শুধু লেনদেন নয়, এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।

শেখ জসিম উদ্দিন আরও বলেন, আকিজ রিসোর্স কেবল একটি ব্যাংক নয়, বরং একটি ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যা মানুষ, ব্যবসা ও সমাজকে নিরাপদ প্রযুক্তির মাধ্যমে একত্রে সংযুক্ত করবে। শহরের পেশাজীবী থেকে গ্রামের উদ্যোক্তা—সবাই যেন দেশের আর্থিক অগ্রযাত্রায় যুক্ত হতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আমরা এমন একটি ব্যাংকিং সেবা গড়ে তুলতে চাই, যা সবার জন্য উন্মুক্ত। প্রযুক্তির সহায়তায় দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিংয়ের আওতায় আনা আমাদের মূল লক্ষ্য।

চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি টিম ইতিমধ্যে ভবিষ্যতের ব্যাংকিং অবকাঠামো গড়ে তুলছে। তিনি বলেন, আমরা এমন একটি স্মার্ট সিস্টেম তৈরি করছি, যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব। ব্যাংকে না গিয়েও গ্রাহক তার সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আই-বিওএস লিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদ বিন রশিদ।

ইএআর/এমএমকে/জেআইএম

Read Entire Article