ড্যাপ-ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউক ঘেরাও

5 months ago 71

রাজউকের স্বেচ্ছাচারিতা, প্ল্যান পাসে অনিয়ম, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২০ মে) সকাল সোয়া ৯টা থেকে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ভূমি মালিক, প্রকৌশলীসহ আবাসন খাত সংশ্লিষ্টসহ কয়েক হাজার ব্যক্তি অংশ নিয়েছেন।

কর্মসূচি থেকে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, নতুন ড্যাপের কারণে দুই লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সমন্বয়ে গঠিত ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউক ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হচ্ছে।

আরও পড়ুন

আন্দোলনকারী রাজধানীর ভূমি মালিকরা বলেন, অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক, ড্যাপ সংশোধন করা হোক। আজ বিপুল সংখ্যক জমির মালিকের সমাগম ঘটেছে। আমরা রাজউকে আসতে বাধ্য হয়েছি। কারণ এর আগে আমরা রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্র্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু বারবার আমাদের দাবি অগ্রাহ্য করা হয়েছে। আজকের ঘেরাও কর্মসূচিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য রাজউক দায়ী থাকবে বলেও জানান তারা।

ইএআর/ইএ/জেআইএম

Read Entire Article