ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

8 hours ago 7

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। এসময় তুলির নাম ঘোষণা করেন তিনি। 

সানজিদা ইসলাম তুলি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়কারী।

এর আগে ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। নিজ ভাই সাজেদুল ইসলাম সুমন ও গুম হওয়া অন্যান্য ব্যক্তিদের বিষয়ে বেশ সরব ছিলেন তুলি।

Read Entire Article