ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হয়েছে ক্যাম্পাস শাটল। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাবিতে ৪টি বৈদ্যুতিক যান শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০টায় কার্যক্রম শুরু করে এই শাটল সার্ভিস। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার কালবেলাকে বলেন, আমাদের পরিকল্পনা আরও ১৪টি গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ব্যবস্থা করা। বর্তমানে শিক্ষার্থীদের জন্য ৪টি এবং প্রক্টরিয়াল টিমের জন্য ১টি ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মেম্বারদের জন্য ১টি গাড়ি রয়েছে।
তিনি বলেন, ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ এবং সর্বনিম্ন ১০ টাকা। এই ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করতে পারবেন। প্রত্যেক ভ্রমণে একজন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবক (ঢাবি-শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এ সেবার আওতায় থাকবেন।
জানা যায়, প্রাথমিকভাবে ৪টি রুটে ক্যাম্পাস শাটল চালু করা হচ্ছে। প্রতিটি শাটলে ১৪ জন করে বসতে পারবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

                        5 months ago
                        145
                    








                        English (US)  ·