তর্ক-বিতর্কের মধ্যেই কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

5 months ago 34

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রকাশ্যে ১৪ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। 

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ আলি (১৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ছয়ঘরিয়া গ্রামের কাজিপাড়ার রাস্তার পাশে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলির সঙ্গে একই গ্রামের রিশাদ আলির তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে হযরত আলির হাতের হাঁসুয়া দিয়ে রিশাদের গলায় কোপ মেরে পালিয়ে যায়। 

স্থানীয়রা জানান, অভিযুক্ত হযরত আলি এলাকার চিহ্নিত মাদককারবারি। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির বলেন, মার্ডার হওয়ার কথা শুনেছি। পুলিশ কাজ করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
 

Read Entire Article