আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। সেকারণে আগামী ১১, ১২ এবং ১৩ মে সকালের সেশনে মশক কর্মীদের কাজ শেষের সময় এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (১০ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , ওই তিন দিন সকালের সেশনে হাজিরার শেষ সময় ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ করা হয়েছে। পরে ১৪ মে থেকে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করে পত্র প্রদান করা হবে।
এমএমএ/এসএনআর/জিকেএস

6 months ago
105








English (US) ·