দেশের দু-একটি অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই বইছে তাপপ্রবাহ। গত দুদিন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ আজ আরও তীব্র হচ্ছে। আজ দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে।
শুক্রবার (৯ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আজ দুপুর ২ টা থেকে পরবর্তী ৭২ মধ্যে ঘণ্টার মধ্যে কোথাও কোথাও আরও তীব্র হতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
আরএএস/এসএনআর/জিকেএস

                        5 months ago
                        35
                    








                        English (US)  ·