শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। দেশটিতে এ ভূমিকম্পের প্রভাবে একাধিক ভবন ধসে পড়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলে সোমবার রাতে শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আগে থেকেই ক্ষতিগ্রস্ত অন্তত তিনটি ভবন ও একটি দোতলা দোকান ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি শহরে। স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে এটি আঘাত হানে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল)।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে রাজধানী ইস্তাম্বুল এবং আশপাশের বুরসা, মানিসা ও ইজমির প্রদেশেও। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে, সেগুলো আগের কম্পনে ক্ষতিগ্রস্ত ছিল এবং বর্তমানে ফাঁকা ছিল।
বালিকেসির প্রদেশের গভর্নর ইসমাইল উস্তাওগলু জানান, সরাসরি ভবনধসের কারণে কেউ আহত না হলেও, আতঙ্কে দৌড়ে পালানোর সময় ২২ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসক দোগুকান কোয়ুনচু আনাদোলু সংবাদ সংস্থাকে বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই চলছে।
এর আগে গত আগস্টেও সিনদিরগিতে একই মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন। এরপর থেকে বালিকেসির অঞ্চলটিতে ছোট ছোট ভূমিকম্প হয়ে আসছিল। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং শত-সহস্র ভবন ধসে পড়ে। সেই ঘটনায় পড়শি সিরিয়ায়ও প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়।

 3 days ago
                        11
                        3 days ago
                        11
                    








 English (US)  ·
                        English (US)  ·