তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
                    
            
            পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলে শীতের আগমন আগেভাগেই অনুভূত হচ্ছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের সর্বনিম্ন। 
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং বাতাসে আর্দ্রতার কারণে সকালে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গজুড়ে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশে পৌঁছেছে। আগামী দুই থেকে তিন দিন উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বৃষ্টিপাত কমে গেলে হঠাৎ করেই শীতের অনুভূতি বেড়ে যাবে, বিশেষ করে সকাল ও রাতের দিকে তাপমাত্রা দ্রুত নামতে পারে।                    
                    
        
        
 10 hours ago
                        6
                        10 hours ago
                        6
                    








 English (US)  ·
                        English (US)  ·