প্রশ্ন: তেলাপোকা পড়ে মারা গেলে কি পানি নাপাক হবে? খাবারে তেলাপোকা পড়লে করণীয় কী?
উত্তর: প্রবাহিত রক্ত নেই এ রকম কীট-পতঙ্গ পানিতে পড়লে পানি নাপাক হয় না। তেলাপোকার শরীরে প্রবাহিত রক্ত নেই। তাই পানির পাত্রে বা বালতিতে তেলাপোকা পড়লে তা ফেলে দিয়ে বাকি পানি ব্যবহার করা যাবে। শরীরে প্রবাহিত রক্ত নেই এমন ছোট টিকটিকিপানিতে পড়ে মারা গেলেও ওই পানি পবিত্র থাকবে এবং ব্যবহার করা ও খাওয়া জায়েজ হবে।
তবে কোনো কীট যদি দূষিত বা বিষাক্ত হয়, ওই কীট পড়ে মারা যাওয়ার কারণে পানি দূষিত বা বিষাক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে, ওই পানি পান করলে বা ব্যবহার করলে কোনো ক্ষতির আশংকা থাকে, তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
শরিরে প্রবাহিত রক্ত আছে এ রকম প্রাণী যেমন ইদুর, চিকা, বড় টিকটিকি, স্থলের ব্যাঙ ইত্যাদি পানিতে পড়ে মারা গেলে ওই পানি নাপাক হয়ে যাবে।
খাবারে তেলাপোকা পড়লে করণীয়
তেলাপোকার মত প্রবাহিত রক্ত নেই এমন কীট-পতঙ্গ খাবারে পড়লে বা পড়ে মারা গেলে খাবারও নাপাক হবে না বা খাওয়া নিষিদ্ধ হবে না। তবে তেলাপোকা বা এ রকম অন্যান্য কীট যদি দূষিত বা বিষাক্ত হয়, ওই কীট পড়ার কারণে খাবার দূষিত বা বিষাক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে, তাহলে তা খাওয়া থেকে বিরত থাকতে হবে।
তেলাপোকা, মশা, মাছি, পিঁপড়া খাওয়া নাজায়েজ
ইসলামে ক্ষতিকর, অপবিত্র, নোংরা ও অরুচিকর কীট-পতঙ্গ খাওয়া নাজায়েজ যেমন তেলাপোকা, ছারপোকা, মশা, মাছি, পিঁপড়া ইত্যাদি। আল্লাহ বলেন, যারা সেই নিরক্ষর রাসুলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে এবং অপবিত্র ও খারাপ বস্তুসমূহ তাদের জন্য অবৈধ করে। (সুরা আরাফ: ১৫৭)
ওএফএফ

1 day ago
4









English (US) ·