দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেফতার

5 months ago 13

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলাম বাবুকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাতে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিকুল ইসলাম বাবু উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

দিনাজপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, শফিকুল ইসলাম বাবুকে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

Read Entire Article