দিল্লিতে শতাধিক ফ্লাইট বিলম্ব, দুর্ভোগ চরমে

6 hours ago 7

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শতাধিক ফ্লাইট বিলম্বে পড়েছে। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এমন শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং যাত্রীদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এটিসি সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিলম্ব হচ্ছে। আমাদের টিমসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে মিলিতভাবে সমস্যাটি দ্রুত সমাধানের জন্য কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানার পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। এটি এটিসি ডেটা পরিচালনা করে। ফলে কন্ট্রোলাররা এখন ম্যানুয়ালি ফ্লাইট প্ল্যান প্রক্রিয়া করছেন। এজন্য  ফ্লাইট বিলম্ব দেখা দিয়েছে। 

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটসহ সব এয়ারলাইন্সই যাত্রীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এটিসি সিস্টেমের প্রযুক্তিগত সমস্যার কারণে দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ফ্লাইট বিলম্বিত হচ্ছে। আমরা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত। 

ইন্ডিগো এক বিবৃতিতে বলেছে, আমরা জানি যে, বিমানবন্দর ও বিমানে অপেক্ষার সময় বাড়ছে। আপনার ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাতেও এটিসি সার্ভারে একই ধরনের ত্রুটির কারণে প্রায় ২০টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল। পরে তা ঠিক করা হলেও আজ আবার একই ধরনের সমস্যা দেখা দেয়।
 

Read Entire Article