দীর্ঘ প্রতীক্ষার পর শিরোনামহীনের ‘এই অবেলায় ২’
                    
            
            দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ঘোষণা করল তাদের বহুল আলোচিত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’ ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে মুক্তি পাচ্ছে।
দলনেতা জিয়াউর রহমান জিয়া জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে গানটি। থাইল্যান্ডের দৃষ্টিনন্দন বেশ কয়েকটি লোকেশনে ধারণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একসঙ্গে বাংলা ও ইংরেজি— দুই ভার্সনে প্রকাশ পাবে।
‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান, আর কিছু দৃশ্যে স্থিরচিত্রে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে।
গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সিকুয়েল ঘোষণার দিনই ভক্তদের জন্য আরও দুটি সুখবর দিয়েছে ব্যান্ডটি।
প্রথমত, ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’ মুক্তি পাচ্ছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক।
                     
                    
        
        
 4 days ago
                        10
                        4 days ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·