নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী আবুল হারিছ রিকাবদার বলেছেন, দলের পক্ষ থেকে দুঃসময়ে দলের পাশে থাকা, হামলা-মামলায় নির্যাতিত ত্যাগী ও সৎ নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করছি। সারা দেশে শিবপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হারিছ রিকাবদার বলেন, আসন্ন সংসদ নির্বাচনে শিবপুরে একাধিক প্রার্থী রয়েছেন। ধানের শীষের পক্ষে শিবপুর বিএনপি ঐক্যবদ্ধ। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তাকেই বিজয়ী করব। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি শিবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করব এবং একটি আধুনিক শিবপুর গড়ে তুলব।
বাঘাব ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ভিপি তরুণ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আকরামুল হাসান মিন্টু। তিনি বলেন, এখনো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল দেশের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। ফেব্রুয়ারিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচন হওয়ার কথা, সে নির্বাচনকে নিয়েও বিভিন্ন রকম টালবাহানা করার চেষ্টা করা হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এম আর খান রাজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান এবং জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আলোচনা শেষে কলেজ গেট থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শিবপুর বাজার ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে, ঐতিহ্যবাহী ধানুয়া মাঠ থেকে আরেকটি র্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার।

8 hours ago
5








English (US) ·