রাজধানীর শেওড়াপাড়ায় নিজের দুই খালাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার গোলাম রাব্বানী খান ওরফে তাজ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ মে) আসামি তাজকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার আবেদন করে। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আবেদন মঞ্জুর করে আসামির জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে গত ৯ মে পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুই বোন খুনের রহস্য উদঘাটনে পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এতে দেখা যায়, গত শুক্রবার বেলা ৩টার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান।
ওই ব্যক্তি গোলাম রাব্বানী শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ।

                        5 months ago
                        101
                    








                        English (US)  ·