জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। ভারতীয় আধিপত্যবাদকে আমরা ভয় পাই না।
শনিবার (১০ মে) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা কাজ করছি। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা পাঁচ দফা প্রস্তাব দিয়েছি। আমরা আল-কোরআনের আইনের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন প্রয়োজনে পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন। আমরা ব্যর্থ হলে, কান ধরে বের করে দিতে পারবেন।

সম্মেলনে ডা. তাহের বলেন, আমরা দেশের প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করব। নারীর মর্যাদা রক্ষা করব। ইসলাম কোনো নারীর হত্যাকে অনুমোদন করে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ ও সরকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক জেলা আমির হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

                        5 months ago
                        91
                    








                        English (US)  ·