কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৪৮) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল আটটার দিকে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছাফের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে হাতেম আলী বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। সকাল আটটার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাতেম আলীর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মদিনা মিয়া জানান, ধান কাটার সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে সেখানেই মারা যান।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, এ বিষয়ে আমাদের এখনও কেউ জানায়নি। খোঁজ নিচ্ছি।
এফএ/জেআইএম

5 months ago
39









English (US) ·