সুস্থ জাতি গঠনে সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। নগরে সুস্থভাবে বেড়ে উঠতে প্রতিটি পাড়া-মহল্লাতেই মাঠ, খোলা জায়গা ও নাগরিক সুবিধার পরিকল্পনা করতে হবে। এজন্য পরিকল্পনাবিদদেরকেই কার্যকর নগর পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে ‘টেকসই নগর ও জনবসতির জন্য হাফ ম্যারাথন উৎসব’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
পরিকল্পনাবিদ, উন্নয়ন ও পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এ ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটি জানায়, ম্যারাথনটির মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, পার্ক, উদ্যান ও খোলা জায়গা বাড়ানো এবং বসবাসযোগ্য নগর গঠনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘আমরা যদি আজ পরিকল্পিত নগরায়ন ও পরিবেশবান্ধব জনবসতির দিকে মনোযোগ না দিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে বসবাসের অনুপযোগী এক নগর উপহার দিতে হবে। টেকসই নগর মানে শুধু ভবন বা অবকাঠামো নয়, নগরে পরিকল্পিত উপায়ে পার্ক, উদ্যান ও খোলা জায়গা তৈরি এবং নাগরিক অংশগ্রহণও এর মূল উপাদান। ঢাকাসহ অন্যান্য নগর এলাকার উন্নয়ন পরিকল্পনায় এ বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’
আরও পড়ুন
পরিকল্পিত এলাকায় বসবাস করাকে গুরুত্ব দেবেন যে কারণে
ড্যাপ সংশোধনে ব্যবসায়ীদের প্রভাব, অভিযোগ পরিকল্পনাবিদদের
রাজধানীতে ভবনের উচ্চতা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুযোগ
ম্যারাথনের বিষয়ে বিআইপি সভাপতি জানান, আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে টেকসই নগর ও জনবসতির পরিকল্পনার ধারণা নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে বিআইপি। একই সঙ্গে টেকসই নগর ও জনবসতি গঠনে নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত দৌড়বিদ ইমতিয়াজ এলাহি ও রাজীব হোসেন। আরও উপস্থিত ছিলেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, বোর্ড সদস্য আবু নইম সোহাগ, উসওয়াতুন মাহেরা খুশি, ফাহিম আবেদীন, সিদ্দিকুল আবেদিন হামীম প্রমুখ।
এমএমএ/একিউএফ/জেআইএম

13 hours ago
7








English (US) ·