অনেকের শৈশবের স্মৃতিতে বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকার মতো মধুর মুহূর্ত জমে আছে। সেই সাইকেল শুধু এক বাহন নয়, যেন এক আস্ত জীবন। বাবার প্রতি ভালোবাসা নিয়ে ‘বাবার সাইকেল’ শিরোনামে গান বেঁধেছেন ধ্রুব মিউজিক আমার গানের ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান।
নাহিদের কথা, সুর ও কণ্ঠে ‘বাবার সাইকেল’ গানের সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
ব্যাতিক্রমী এই গানটি নিয়ে নাহিদ হাসান জানালেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ ‘বাবার সাইকেল’। যে সাইকেলে করে বাবা বিভিন্ন কাজ করেছেন। আমাকে পেছনে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিলো বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠেছিল। যখন এই গান লিখি, তখন আমার বাবা বেঁচে ছিলেন।
করোনাকালীন সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম, বাবা শুধু একটি বাক্য বললেন ‘আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস’। এখন বাবা বেঁচে নেই আর আমি সেই পরিস্থিতির মধ্য দিয়ে সত্যিই হেঁটে যাচ্ছি! এক দুপুরে বাবার সাইকেলের দিকে তাকিয়েই লিখতে চেষ্টা করেছিলাম ‘বাবার সাইকেল’। আশা করছি হাজারও সন্তানের শৈশব-কৈশরের নস্টালজিয়ায় ভাসাবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘বাবার সাইকেল’ গানটি তাদের ইউটিব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ৮ মে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক প্লাটফর্মে।
এলআইএ/এমএস

 5 months ago
                        63
                        5 months ago
                        63
                    








 English (US)  ·
                        English (US)  ·